Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ক্যালিফোর্নিয়ায় পারিবারিক অনুষ্ঠানে বন্দুকহামলা, নিহত ৫

বাড়ির পেছনের আঙ্গিনায় খেলা দেখার সময় হঠাৎই শুরু হয় বন্দুকহামলা 

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়ির পেছনের আঙ্গিনায় খেলা দেখার সময় বন্দুকহামলায় পাঁচজন নিহত হয়েছেন। 

রবিবার (১৭ নভেম্বর) লস অ্যাঞ্জেলসের প্রায় ২শ’ কিলোমিটার উত্তরে ফ্রেসনোতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার একটি বাড়ির পেছনে কমপক্ষে দু’জন লোক গোপনে ঢুকে বেপরোয়া গুলি চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়।

ফ্রেসনো পুলিশ মুখপাত্র বিল ডলে বলেন, “এই হামলার ঘটনায় ওই বাড়ির পেছনের আঙ্গিনা থেকে আমরা বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছি।”

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। পুলিশ নিহতের সংখ্যা না জানালেও তারা এই হামলায় নয়জন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছে।

ডলে জানান, “পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।”

About

Popular Links