Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

টমেটোর গহনায় বিয়ের পিঁড়িতে পাকিস্তানি তরুণী!

টমেটো দিয়ে বানানো গহনা পরে বিয়ের পিঁড়িতে বসে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন তিনি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৩:২১ পিএম

বিয়ের দিনটিকে সুন্দর করে রাঙিয়ে তুলতে প্রত্যেক নারীরই থাকে বিশেষ জল্পনাকল্পনা। সব নারীই চান অন্যান্য সবদিনের তুলনায় বিশেষ দিনটিতে তাকে একটু ভিন্ন লাগুক। তাইতো বিয়ের দিনে কেমন পোশাক পরবেন কিংবা কী ধরনের সাজসজ্জা হবে তা নিয়ে নারীদের চিন্তার যেন কোনো অন্ত থাকে না। 

তবে এর ব্যতিক্রম করে দেখালেন পাকিস্তানের এক তরুণী। টমেটো দিয়ে বানানো গহনা পরে বিয়ের পিঁড়িতে বসে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন তিনি। এদিকে টমেটো পরা ওই নববধূর ছবি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, বিয়ের পোশাক পরিহিত এক তরুণী। তার হাতে, কানে এমনকি গলায় পর্যন্ত টমেটো দিয়ে বানানো গহনা। অনেকে বিষয়টিকে ঠাট্টা হিসেবে নিলেও বিষয়টি কিন্তু মোটেও ঠাট্টা নয়।

সম্প্রতি টমেটোর দাম ঊর্ধ্বমূখী হওয়ার প্রতিবাদেই নাকি এ ধরনের সিদ্ধান্ত নেন ওই তরুণী এমনটি জানিয়েছে আনন্দবাজার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি টমেটোর দাম কেজি প্রতি তিনশ’ টাকা ছাড়িয়ে গেছে। এছাড়াও পাইকারি বাজারে পর্যন্ত ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি টমেটো।

   

About

Popular Links

x