Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

১১ বছর ধরে স্বামীর মরদেহ ফ্রিজে রাখলেন স্ত্রী!

অ্যাপার্টমেন্টে থাকা একটি ফ্রিজের মধ্যে জেনির স্বামীর মরদেহ পায় পুলিশ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০৭:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে প্রায় দুই সপ্তাহ ধরে খোঁজ মিলছিলো না এক বৃদ্ধার। পরে তার অ্যাপার্টমেন্ট থেকে জেনি স্যুরন ম্যাথার্স (৭৫) নামের ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। 

তবে ঘটনা এখানেই শেষ নয়। ওই অ্যাপার্টমেন্টে থাকা একটি ফ্রিজের মধ্যে জেনির স্বামীর মরদেহ পায় পুলিশ। লাশটি ১১ বছরের পুরোনো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) অঙ্গরাজ্যের টোয়েলে শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে জেনির কোনো খোঁজ-খবর না পাওয়ায় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ জেনির অ্যাপার্টমেন্টে গিয়ে বিছানার ওপর তার লাশ দেখতে পায়। প্রাথমিক সুরতহালে সেটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করছে পুলিশ। 

এদিকে একই অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানোর সময় একটি ডিপফ্রিজ থেকে আরেকটি লাশ উদ্ধার করা হয়। লাশটি ওই বৃদ্ধার স্বামী পল এডওয়ার্ড ম্যাথার্সের (৬৯) বলে জানিয়েছে পুলিশ। তবে পলের মৃত্যুর পেছনে তার স্ত্রীর কোনো হাত ছিল কিনা তা জানা যায়নি।   

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা সার্জেন্ট জেরেমি হ্যানসেন বিবিসিকে জানান, "আমরা সন্দেহ করছি, ফ্রিজে রাখা লাশটি দেড় থেকে ১১ বছরের পুরোনো হতে পারে। আমাদের আসলেই ধারণা নেই সেটি কতো বছর ধরে সেখানে রাখা ছিল।"


   

About

Popular Links

x