Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বুরকিনা ফাসোতে জঙ্গি হামলা, নিহত ১২২

নিহতদের মধ্যে ৮০ জন জঙ্গি রয়েছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০১:৪৪ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি শহরে জঙ্গি হামলায় সেনা, জঙ্গি ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১২২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে দেশটির মালি সীমান্তের আরবিন্দ শহরে এ ঘটনা ঘটে। 

দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরি জানান, নিহতদের মধ্যে ৮০ জন জঙ্গি ৩৫ জন বেসামরিক নাগরিক রয়েছে। এই ৩৫ জনের মধ্যে ৩১ জনই নারী। 

বুরকিনা ফাসোর সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, আরবিন্দ শহরে ছড়িয়ে পড়া এ হামলার সহিংসতা বেশ কয়েক ঘণ্টা চলেছিল। এতে নিরাপত্তা বাহিনীরও সাত সদস্যও নিহত হয়েছেন।

বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী বুরকিনা ফাসোতে সক্রিয় থাকলেও এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরি বলেন, "জঙ্গি হামলার পর সেনাবাহিনী বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে পাল্টা জবাব দিলে ৮০ জন জঙ্গি নিহত হয়। এই বর্বর হামলার ফলে যে ৩৫ জন বেসামরিক নাগরিক মারা গেছেন তাদের বেশিরভাগই নারী।"

তবে এ হামলার সময় নারীরা কোথায় ছিলেন এবং কেন এতজন একসঙ্গে নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


About

Popular Links