Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

পুতিনকে প্রশ্ন করায় বহিষ্কার নারী সাংবাদিক

প্রশাসনের ব্যাপারে অনাস্থা দেখানোর কারণে তাকে বহিষ্কার হয়েছে বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:১৭ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করায় বহিষ্কার করা হয়েছে ইয়ামাল প্রাদেশিক টিভি চ্যানেলের সাংবাদিক আলিসা ইয়ারভোস্ক।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর রাশিয়ার প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলন চলছিল। এসময় প্রেসিডেন্টকে ইয়ারভোস্কাকে প্রশ্ন ঠিক করে দেন প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তবে নির্ধারিত ওই প্রশ্নের বাইরে অন্য প্রশ্ন করেন ইয়ারভোস্ক। 

তিনি বৈশ্বিক উষ্ণায়নের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে যাচ্ছে, ওই অঞ্চলের পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়ছে, এর মধ্যে দেশটির ওবি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণে দীর্ঘদিনের সরকারি পরিকল্পনা থাকার পরেও প্রাদেশিক গভর্নরের কারণে তা বাস্তবায়িত হচ্ছে না, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না তা জানতে চান।

অন্যদিকে, প্রেসিডেন্টের ওই মুখপাত্র বলেন, খুব সম্ভবত নির্ধারিত প্রশ্নের বাইরে প্রশ্ন করার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রশাসনের ব্যাপারে অনাস্থা দেখানোর কারণে উত্তর-পশ্চিম সাইবেরীয় অঞ্চলের প্রাদেশিক ওই টিভি চ্যানেলের সাংবাদিককে চাকরিচ্যুত করে টিভি চ্যানেল কর্তৃপক্ষ এমনটিও বলা হয়েছে প্রতিবেদনটিতে। 

যদিও ওই নারী সাংবাদিক বিবিসিকে বলেন, “তিনি নিজেই পদত্যাগ পত্র জমা দিয়ে, ওই চ্যানেলের চাকরি ছেড়ে দিয়েছেন।”

About

Popular Links