ইরানে বিধ্বস্ত হওয়া ইউক্রেনের বিমানের সকল যাত্রীই নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এখবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে বুধবার (৮ জানুয়ারি) ইউক্রেনের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ১৮০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। বোয়িং ৭৩৭ বিমানটি ইরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিবিসি’র ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
তবে, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের সাথে এই দুর্ঘটনার কোনও সূত্রপাত রয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
ইউক্রেনের ওই বিমানটি বিধ্বস্তের পরই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেশটির জরুরি সেবার প্রধান কর্মকর্তা খবরটি জানান। সেসময় বিমানটিতে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।