Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

তেরশ' টাকায় পরকীয়া প্রেমিকার কাছে স্বামীকে ‘বিক্রি’!

আর এই অর্থ দিয়ে বাচ্চাদের জন্য তিনি কিনেছেন নতুন বছরের কাপড়

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৫:৫০ পিএম

স্বামী মত্ত ছিলেন পরকীয়ায়। এতে ক্ষুব্ধ হয়ে তাকে “বিক্রি” করে দিয়েছেন এডনা মুকওয়ানা নামে এক কেনিয়ান নারী।

এডনা জানান, স্বামীকে তার প্রেমিকার কাছে ১ হাজার ৭০০ কেনিয়ান শিলিংয়ের বিনিময়ে বিক্রি করে দেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৩০০ টাকার সমান। আর এই অর্থ দিয়ে বাচ্চাদের জন্য কেনা হয়েছে নতুন বছরের কাপড়।

ঘানাওয়েব নামে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর।

স্বামীকে বিক্রি করে দেওয়ার বিষয়ে ওই নারী বলেন, আরেক নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার বিষয়টি হাতেনাতে ধরার পর এক সপ্তাহ তাকে ঘরে ঢুকতে দেনন তিনি।

এরপর তিনি স্বামীর প্রেমিকার কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এডনা বলেন, “আমার স্বামী অ্যালকোহল আর অন্য নারীদের সঙ্গে মত্ত। আমি তাকে দিয়ে দেওয়ার বিনিময়ে ওই নারীর কাছে দুই হাজার শিলিং দাবি করলেও তিনি আমাকে ১ হাজার ৭০০ শিলং দিয়েছেন। তার কাছ থেকে পাওয়া অর্থের সবটুকু দিয়ে আমি বাচ্চাদের জন্য নতুন বছরের পোশাক কিনেছি।”

স্বামী ফিরে এলে তাকে গ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি পারব না। ২০১৯ সালের আপদ আমি নতুন বছরে বয়ে বেড়াতে চাই না।”

উল্লেখ্য, এডনাই প্রথম স্বামীকে বিক্রি করতে চাওয়া নারী নন। ২০১৮ সালের ডিসেম্বরে জার্মানির হামবুর্গ শহরের এক নারী স্বামীর ওপর ‘‘ত্যক্ত-বিরক্ত হয়ে’’ তাকে ই-কমার্স ওয়েবসাইট “ই-বে” তে বিক্রি করে দিতে চেয়েছিলেন।

   

About

Popular Links

x