Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রার্থনারত সন্ন্যাসীর ধৈর্যপরীক্ষায় বিড়াল! (ভিডিও)

এই ঘটনার ছবি ও ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে মন্দিরের ভক্তদের ফেসবুক পেজ থেকে। যা ইতোমধ্যেই দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০৭:০৭ পিএম

নতুন বছর উপলক্ষ্যে দীর্ঘ পাঁচঘণ্টার প্রার্থনায় বসেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরা। প্রার্থনায় বসা সন্ন্যাসীদের মধ্যে একজনের কোলে উঠে পড়ে একটি বিড়াল। তবুও সেই সন্ন্যাসী মগ্ন ছিলেন প্রার্থনাতেই। যদিও বিড়াল তার কোলে উঠে নড়াচড়া করতে থাকে। সন্ন্যাসীও প্রার্থনার মধ্যেই সরানোর চেষ্টা করছিলেন সেটিকে। তবে কিছুতেই কোল থেকে নামতে রাজি নয় সে! তাই বাধ্য হয়েই ওই সন্ন্যাসী হাত বোলাতে থাকেন নাছোড়বান্দা বিড়ালের গায়ে!

এই ঘটনার ছবি ও ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে মন্দিরের ভক্তদের ফেসবুক পেজ থেকে। যা ইতোমধ্যেই দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ।

থাইল্যান্ডের মন্দিরে ঘুরে বেড়ায় বিড়াল। সেখানকার একটি প্রথা এটা। সেরকম একটি মন্দিরের বিড়ালই প্রার্থনার সময় উঠে গিয়েছিল সন্ন্যাসীর কোলে। ওই সন্ন্যাসী সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি মনোযোগ দিতে চেষ্টা করছিলাম। তবে বিড়ালটি কোলে উঠে যাওয়ায় মনটা ওর দিকেই চলে যায়!’


   

About

Popular Links

x