নতুন বছর উপলক্ষ্যে দীর্ঘ পাঁচঘণ্টার প্রার্থনায় বসেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরা। প্রার্থনায় বসা সন্ন্যাসীদের মধ্যে একজনের কোলে উঠে পড়ে একটি বিড়াল। তবুও সেই সন্ন্যাসী মগ্ন ছিলেন প্রার্থনাতেই। যদিও বিড়াল তার কোলে উঠে নড়াচড়া করতে থাকে। সন্ন্যাসীও প্রার্থনার মধ্যেই সরানোর চেষ্টা করছিলেন সেটিকে। তবে কিছুতেই কোল থেকে নামতে রাজি নয় সে! তাই বাধ্য হয়েই ওই সন্ন্যাসী হাত বোলাতে থাকেন নাছোড়বান্দা বিড়ালের গায়ে!
এই ঘটনার ছবি ও ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে মন্দিরের ভক্তদের ফেসবুক পেজ থেকে। যা ইতোমধ্যেই দেখে ফেলেছেন কয়েক লক্ষ মানুষ।