Friday, June 14, 2024

সেকশন

English
Dhaka Tribune

আইএমএফ: বিশ্বের সামগ্রিক উন্নয়নকে নিম্নমুখী করছে ভারত

আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথের মতে, ভারতের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ায় তা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে আরও ‘০.১’ শতাংশ নীচে টেনে নামাবে 

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০২:২৮ পিএম

ভারতের নিম্নমুখী অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে সামগ্রিকভাবে বিশ্ব উন্নয়নও ধাক্কা খাবে বলেই মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

সোমবার (২০ জানুয়ারি) একথা জানিয়েছেন আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। তার মতে, ভারতের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ায় তা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নকে আরও “০.১” শতাংশ নীচে টেনে নামাবে।

সোমবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫০তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সেখানে বিশ্ব অর্থনীতির একটি সামগ্রিক ছবি তুলে ধরে আইএমএফ।

ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার নিয়ে পূর্বাভাস করতে গিয়ে আইএমএফ তা দাঁড় করিয়েছে ৪.৮ শতাংশে। ওই পূর্বাভাসে গত তিনমাসের মধ্যেই যা নেমে গিয়েছে ১.৩ শতাংশ নীচে। ভারতের আর্থিক বৃদ্ধি ছাড়াও ভারতের সামাজিক পরিস্থিতি নিয়েও পর্যবেক্ষণ রয়েছে আইএমএফ’র। নাগরিকত্ব নিয়ে আইন (সিএএ)-র বিরুদ্ধে দেশটিতে চলমান বিক্ষোভের দিকে নজর রাখা হবে বলে জানিয়েছে তারা। 

“ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক” নামে একটি রিপোর্টে আইএমএফ জানিয়েছে, বিশ্বের বহু দেশে সামাজিক অস্থিরতা তীব্রতর হচ্ছে। বেশকিছু ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির ওপর আস্থাহীনতার প্রতিফলন ঘটছে। এছাড়া, বিষয়গুলি সমাধানের কোনও সংস্থান প্রশাসনিক পরিকাঠামোয় নেই বলেও মনে করছে আইএমএফ।

About

Popular Links