Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘পোষা’ জোঁক দিয়ে হাত থেকে রক্ত খাওয়ানো!

রেডইটে পোস্ট হওয়া ৩২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, বিশালাকার একটি জোঁক টেবিলে শুয়ে আছে। ওই অবস্থাতেই সেটি এক ব্যক্তির হাত থেকে রক্ত খাচ্ছে!

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৫ পিএম

কাউকে কখনও জোঁক পুষতে দেখেছেন? জোঁক পুষতে গেলে তাকে তো রক্ত খাওয়াতেই হবে। 

সম্প্রতি সোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যায়, এক ব্যক্তি একটি “বিশালাকার” জোঁককে নিজের হাত থেকে রক্ত খাওয়াচ্ছেন!

যদিও ভিডিওটি নতুন নয়। বছরপাঁচেক আগে ইউটিউবে প্রথম এটি শেয়ার হয়েছিল। তবে সম্প্রতি সেটি আবারও ভেসে উঠেছে সোশাল মিডিয়ায়।তারপর সেটি সোমবার (৩ ফেব্রুয়ারি) সোশাল মিডিয়ায় প্ল্যাটফর্ম রেডইট-এ পোস্ট হয়েছে।

রেডইটে পোস্ট হওয়া ৩২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, প্রায় হাতের সমান একটি জোঁক টেবিলে শুয়ে আছে। ওই অবস্থাতেই সেটি এক ব্যক্তির হাত থেকে রক্ত খাচ্ছে। এই দৃশ্যকে আরও নাটকীয় করে তুলতে সেখানে টর্চের আলোও ফেলা হচ্ছে!

ভিডিওটি যদি ভুয়া না হয় তাহলে বলতে হবে, এই ব্যক্তির হাত থেকে রক্ত খাওয়ানোর ঘটনা প্রথম নয়। ওই ব্যক্তির হাতে জোঁকের রক্ত খাওয়ার আরও দাগ দেখা যাচ্ছে। ইউটিউবে দাবি করা হয়েছে ভিডিওটি জাপানে রেকর্ড করা।


About

Popular Links