Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বব্যাপী ৩১,৪০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত

বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৪ পিএম

চীন থেকে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া নতুন নভেল করোনাভাইরাসে (২০১৯-এনসিওভি) বিশ্বব্যাপী ৩১ হাজার চারশ’র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সাথে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বেইজিংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করোনাভাইরাসে শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৬১ জন। এছাড়া হংকংয়ে ২২ জন আক্রান্ত ও একজনের মৃত্যু এবং ম্যাকাওয়ে ১০ জন আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে চীনের হুবেই প্রদেশে, যেখানে গত ডিসেম্বর থেকে নতুন ধরনের করোনাভাইরাস থেকে অসুস্থতার বিষয়টি প্রথম শনাক্ত করা হয়।


আরও পড়ুন - করোনাভাইরাস প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করছে ডব্লিউএইচও


বিশ্বের অন্যান্য দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা-

 জাপান: ৮৬ জন

 সিঙ্গাপুর: ৩০ জন

 থাইল্যান্ড: ২৫ জন

 দক্ষিণ কোরিয়া: ২৪ জন

 অস্ট্রেলিয়া: ১৪ জন

 জার্মানি: ১৩ জন

 তাইওয়ান: ১৬ জন

 মালয়েশিয়া: ১৪ জন

যুক্তরাষ্ট্র: ১২ জন

 ভিয়েতনাম: ১২ জন

 ফ্রান্স: ৬ জন

 সংযুক্ত আরব আমিরাত: ৫ জন

 কানাডা: ৪ জন

 ভারত: ৩ জন

 যুক্তরাজ্য: ৩ জন

 ফিলিপাইন: আক্রান্ত ৩ জনের মধ্যে মৃত্যু ১ জনের

 রাশিয়া: ২ জন

 ইতালি: ২ জন

 বেলজিয়াম: ১ জন

 নেপাল: ১ জন

 শ্রীলঙ্কা: ১ জন

 সুইডেন: ১ জন

 স্পেন: ১ জন

 কম্বোডিয়া: ১ জন

 ফিনল্যান্ড: ১ জন

About

Popular Links