বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের (২০১৯-এনসিওভি) প্রাদুর্ভাব সম্পর্কে প্রথম সতর্কবার্তা দেওয়া চীনা চিকিৎসক ডা. লি ওয়েনলিয়াং মারা গেছেন। রোগীদের চিকিৎসা দিতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে উহান সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।
নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, "৩৪ বছর বয়সী চক্ষু বিশেষজ্ঞ ডা. লি ওয়েনলিয়াং নতুন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের সময় দুর্ভাগ্যক্রমে ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।"
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরের শেষ দিকে করোনাভাইরাস নিয়ে প্রথম সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে "গুজব ছড়ানোর" অভিযোগে পুলিশের কাছে হেনস্তার শিকার হয়েছিলেন লি। উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৩১,৪০০ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৬ জনে।
ডা. লি ওয়েনলিয়াং এর মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।