থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক সেনা সদস্যের গুলিতে অনেকে হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাচসিমা (কোরাত) শহরে এ ঘটনা ঘটে।
গুলিতে নিহতদের সংখ্যা কমপক্ষে ২০ জন বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে জানান, জাকরাফান্ত থোম্মা নামের ওই সেনা সদস্য প্রথমে তার উচ্চপদস্থ এক কর্মকর্তাকে আক্রমণ করেন। এরপর তিনি সেনা ক্যাম্প থেকে বন্দুক ও গুলি চুরি করে একটি বৌদ্ধ গির্জা এবং একটি শপিং মলে হামলা চালান।
সন্দেহভাজন ওই সেনা সদস্য শপিং সেন্টারের ভেতরে আছেন-এমন সন্দেহে কর্তৃপক্ষ সেখান থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন ওই সেনাসদস্য শপিং সেন্টারের ২১ নম্বর টার্মিনালের সামনে গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি করছেন। এসময় লোকজনকে পালাতে দেখা যায়।
অপর একটি ফুটেজে ওই ভবনের বাইরে আগুন জ্বলতে দেখা যায়।