Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে তুষারধসে নিহত ২১

এদিকে, ঠাণ্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪১ পিএম

আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ তুষারধসের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এছাড়াও সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, তুষারধসে নিহত ২১ জনের সবাই দু’টি পরিবারের সদস্য। এঘটনায় কমপক্ষে ৫০টি ঘর ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঠাণ্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের ভয়ের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এ কারণে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 

প্রসঙ্গত, আফগানিস্তানে শীতের মৌসুমে ভারী তুষারপাত, তুষারধস ও আকস্মিক বন্যা দেখা দেয়। 

গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এছাড়া শীত শুরু হওয়ার পর থেকে আকস্মিক বন্যায় ২ হাজার ৪০০ বাড়ি ভেসে গেছে।

About

Popular Links