Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

মক্কার নারীদের নিয়ে র‍্যাপ সংগীত, সৌদিতে সমালোচনা (ভিডিও)

বিতর্কিত ওই গানের শিরোনাম 'মক্কার মেয়ে' বা 'বিন্তে মক্কা' 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৪ পিএম

মুসলিমদের পবিত্র নগরী মক্কার নারীদের নিয়ে একটি র‍্যাপ সংগীত নিয়ে সৌদি আরবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ গানের সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবীও জানানো হয়েছে। 

বিতর্কিত ওই গানের শিরোনাম "মক্কার মেয়ে" বা "বিন্তে মক্কা"। গানের ভিডিওটিতে, একটি দোকানের মধ্যে হিজাব পরা এক তরুণীকে মক্কার নারীদের প্রশংসা করে র‍্যাপ সংগীত গাইতে দেখা যায়। এসময় গানের সঙ্গে তাল মিলিয়ে নাচছিলেন কয়েকজন তরুণ-তরুণী। 

গানের শুরু দিকের কথাগুলো ছিল, "আমি মক্কার একজন শিক্ষিত মেয়ে, যার কাছ থেকে শহরটি কঠোর পরিশ্রম আশা করে। কোনো কঠিন পরিস্থিতে সে পিছু হঠে না।" 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, গানটি প্রকাশের পর থেকেই সমালোচনার সৃষ্টি হয়। সৌদি বাসিন্দারা দাবি করেন, গানের কথাগুলো একজন সৌদি নারীর পরিচয় তুলে ধরে না। এছাড়া সেগুলো মক্কার ধর্মীয় মর্যাদারও বিরুদ্ধে যায়। এসময় তারা হ্যাশট্যাগের মাধ্যমে #তুমি_মক্কার_মেয়ে_না কথাটি আরবিতে লিখে প্রতিবাদ জানান। 

এদিকে মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল গানের ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের বিচারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মক্কা কর্তৃপক্ষ। 

About

Popular Links