“১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।”
জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছে। ২৫ বছরের মধ্যে এটিই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানা গেছে, জেবি নামের বৃষ্টিসহ ওই ঝড়ের আঘাতে জাপানের সবচেয়ে বড় বিমানবন্দর ডুবে গেছে এবং একটি ট্যাংকার বিধ্বস্ত হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ে। সিএনএন প্রতিবেদন মারফত জানা গেছে, টাইফুনের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সতর্কতামূলত ব্যবস্থা হিসেবে স্থানীয়দের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
জাপানের আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, “জাপানের পশ্চিমাঞ্চলে ঘন্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি আঘাত হেনেছে। ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় এটি।” এদিকে জাপানের আবহাওয়া দফতরের মুখপাত্র আকিরো কিকুচি বলেন, “জেবি খুবই তীব্রবেগে আঘাত এনেছে। ১৯৯৩ সালের পর এতবড় ঝড় আর দেখা যায়নি।”
দেশটির কোস্টগার্ডের মুখপাত্র কেইতা সাকাই বলেন, ৮৯ মিটার দীর্ঘ একটি ট্যাংকার নড়ে গেছে ঝড়ের আঘাতে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দেশটির সেতু ও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ো বাতাসে।
A fuel tanker has collided into a bridge linking Kansai International airport to city. The airport has flooded and flights have been suspended. pic.twitter.com/UzrYX2NgTm
— NHK WORLD News (@NHKWORLD_News) September 4, 2018
মতামত দিন