বিজেপি কর্মী মুখ্যমন্ত্রীকে নিয়ে লিখেছেন, ‘কোনো পুরুষের ঠিক বয়সে বিয়ে না হলে তিনি উন্মাদ হয়ে যান। আর পুরো পশ্চিম বাংলার মানুষ জানে, কোনো নারীর ঠিক বয়সে বিয়ে না হলে কী হয়!’
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে অপ্রীতিকর মন্তব্য করায় বিজেপির এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মমতা বন্দোপাধ্যায় ছাড়াও ওই ব্যক্তি ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়াককে নিয়ে অশোভন মন্তব্য করেছেন ওই ফেসবুক পোস্টে।
গত সোমবার অভিযুক্তকে ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৫ ধারায় একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় মূলধারার গণমাধ্যম এনডিটিভি সংবাদ প্রকাশ করেছে, পশ্চিমবঙ্গ ও ওডিশার দুই মুখ্যমন্ত্রীর ছবি পাশাপাশি বসিয়ে এই বিজেপি কর্মী লিখেছেন, ‘কোনো পুরুষের ঠিক বয়সে বিয়ে না হলে তিনি উন্মাদ হয়ে যান। আর পুরো পশ্চিম বাংলার মানুষ জানে, কোনো নারীর ঠিক বয়সে বিয়ে না হলে কী হয়!’
বাবুয়া ঘোষ নামের বিজেপি’র এ কর্মীকে মেদিনীপুর জেলার শালবনী গ্রামে নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
গ্রেফতারের ঘটনাটি নিশ্চিত করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পরিদর্শক কবিতা দাস বলেন, ‘ওই যুবক পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ও ওডিশার মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশ্লীল পোস্ট দিয়েছে। এ ব্যাপারে আমরা শালবনী পুলিশ ফাঁড়ি থেকে একটি অভিযোগপত্র গ্রহণ করেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত বাবুয়া ঘোষ বিজেপির একজন সক্রিয় কর্মী। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ফেসবুকে তার ছবিও পাওয়া গেছে।
কপিরাইট Ⓒ ২০১২-২০১৮ ২এ মিডিয়া লিমিটেড। সর্বস্বত্ব সংরক্ষিত।
৮/সি, এফআর টাওয়ার, পান্থপথ, ঢাকা ১২০৭, বাংলাদেশ।
কাজী আনিস আহমেদ, প্রকাশক
মতামত দিন