Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনেও দিল্লিতে সংঘর্ষ, নিহত ৭

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ’র প্রতিবাদে আহত হন আরও ৫০ বিক্ষোভকারী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দ্বিতীয় দিনেও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তপ্ত অবস্থায় রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উত্তর-পূর্ব দিল্লিতে এ সংঘর্ষের জেরে সাতজন নিহত হয়েছেন। এসময় আহত হন প্রায় ৫০ জন বিক্ষোভকারী।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির বিস্তীর্ণ এলাকায় পাথর ছোঁড়া, যানবাহনে অগ্নিসংযোগ, লুটপাট ও দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটতে দেখা গেছে। 

এসময় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় দেশটির রাজধানী। সংঘর্ষ চলাকালীন দমকলের ইঞ্জিনেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে তিনজন দমকলকর্মী আহত হন। পুলিশের মুখপাত্র অনীল কুমার এতথ্য নিশ্চিত করেন। 

এরআগে গতকাল সোমবার নয়াদিল্লিতে পুলিশের সঙ্গে সিএএ বিরোধীদের সংঘর্ষে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতের এক পুলিশ কর্মকর্তা নিহত হন। একইসঙ্গে আরও সাত পুলিশ কর্মকর্তা আহত হন।

প্রসঙ্গত, সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো দুইদিনের সফরে ভারতে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে,  “আমার সমর্থকরা শুধু ডোনাল্ড ট্রাম্পের সফর হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। এরপর আমরা দিল্লি পুলিশের কথাও শুনব না, জোর করে অবরোধ তুলে দেব।” গত ২৩ ফেব্রুয়ারি দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা কপিল মিশ্র’র এমন হুঁশিয়ারির প্রেক্ষিতে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে।

এদিকে, ট্রাম্পের সফরকালে দেশটির রাজধানীতে এধরনের সহিংসতা ছড়িয়ে পড়ায় অস্বস্তিতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটি মনে করছেন ভারতে নিযুক্ত বিবিসি’র সংবাদকর্মীরা বলেও এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

   

About

Popular Links

x