এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ
সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার রাজা পঞ্চম মুহাম্মদ। দেশটির ইতিহাসে এই প্রথম কোনও রাজা নির্ধারিত মেয়াদের আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশটির এক সরকারি বিবৃতির বরাত দিয়ে রবিবার (৬ জানুয়ারি) জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুই মাসের অসুস্থতা জনিত ছুটি থেকে ফেরার এক সপ্তাহ পরেই এমন ঘোষণা দিলেন তিনি।
গত বছর দুই মাসের চিকিৎসা ছুটি নেন ৪৯ বছর বয়সী পঞ্চম মোহাম্মদ। কয়েক দিনের মাথায় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ‘মিস মস্কো’ ২৫ বছর বয়সী ওকসানা ভোয়েভোদিনার সঙ্গে তার বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে মস্কোতে হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। সে সময় সংবাদমাধ্যমের পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সরাসরি বিয়ের কথা অস্বীকার করেননি। তবে তিনি দাবি করেছিলেন, 'মিস মস্কো' ওকসানাকে চেনার কথা অস্বীকার করেন তিনি। আর বিয়ের ব্যাপারেও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, প্রেম ও বিয়েকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন এড়াতেই এমন সিদ্ধান্ত নেন তিনি।
পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই তা গৃহীত হয়েছে বলে দেশটির ন্যাশনাল প্যালেসের এক তাৎক্ষণিক বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, প্রথাগতভাবে নয়টি পরিবারের মধ্য থেকে পাঁচবছরের জন্য একজনকে মালয়েশিয়ার রাজা হিসেবে মনোনীত করা হয়। পরবর্তী রাজা কে হবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও ওই পরিবারগুলোর সমন্বয়ে গঠিত মনোনয়ন বোর্ড 'কাউন্সিল অব রুলার্স' এর হাতে।
রয়্যাল প্যালেসের বিবৃতিতে বলা হয়, সুযোগ দেওয়ার জন্য পঞ্চম মুহাম্মদ মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী এবং সরকারকেও ধন্যবাদ দিয়েছেন তিনি।
রয়্যাল প্যালেসের বিবৃতিতে বলা হয়, “মহান রাজা তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছেন।” এর বেশি কিছু জানাতে রাজি হয়নি তারা।
মতামত দিন