দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে
ভারতের রাজধানী দিল্লির এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কমপক্ষে ১৫ জন মারা গেছে। মঙ্গলবার দেশটির রাজধানীর করোল বাগ এলাকার হোটেল অর্পিত প্যালেসে ভোররাতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন ছুটে যায় । ভোর সাড়ে চারটে নাগাদ আগুন লাগে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের জানালা থেকে ঝাঁপ দিতে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলা ও শিশুর। দমকল সূত্রে জানা গিয়েছে, হোটেলে ৩৫টি ঘর রয়েছে। অনুষ্ঠানের জন্য হোটেলটি বুক করেছিল একটি পরিবার। দিল্লি দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কিভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
হোটেলে অগ্নিকাণ্ডের পর পাঁচজনকে উদ্ধার করে লেডি হার্ডিঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরএমএল হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের।
মতামত দিন