ভারতের বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা বিমানবাহিনীর ঘাঁটির কাছে এয়ার ফোর্স স্টেশনের পার্কিং জোনে এই ভয়াবহ আগুন লাগে।
ভারতের বেঙ্গালুরুর ইয়ালাহাঙ্কা বিমানবাহিনীর ঘাঁটির কাছে বিমান মহড়ার ঠিক আগ মুহূর্তে আবারও দুর্ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১২টা পর্যন্ত বায়ুসেনা ঘাঁটির কাছে এয়ার ফোর্স স্টেশনের পার্কিং জোনের গেট নম্বর ৫-এ ভয়াবহ আগুন লাগে। দাঁড়িয়ে থাকা ৩০০টি গাড়ি সেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে কেউ জখম হননি বলেই পুলিশ সূত্রে খবর।
গত বুধবার থেকে পাঁচ দিনের এয়ার শো শুরু হয়েছে ইয়ালাহাঙ্কা বিমানবাহিনীর ঘাঁটিতে। চলবে রবিবার পর্যন্ত। প্রথম দিনেই মহড়া চলাকালীন বিমানবাহিনীর সূর্যকিরণ দলের দু’টি বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান বায়ুসেনার উইং কমান্ডার সাহিল গান্ধী। আর আজ সেনাঘাঁটির কাছে ইন্ডিয়ান এয়ার ফোর্স স্টেশনের পার্কিং জোনে লাগল আগুন! বিমান মহড়া হওয়ার জায়গাটি থেকে কিছুটা দূরেই ঘটনাস্থলটি।
#WATCH Nearly 80-100 cars gutted after fire broke out in dry grass at the car parking area near #AeroIndia2019 venue in Bengaluru pic.twitter.com/xGdDKm4D3V
— ANI (@ANI) February 23, 2019
প্রাথমিক ভাবে দমকলবাহিনী জানান, তারা অনুমান করছেন সিগারেট থেকেই এই আগুন ছড়িয়েছে। পার্কিং জোনের শুকনো ঘাসে সিগারেট ছুড়ে ফেলা হয়েছিল। আগুন লাগার ভিডিওতে দেখা গেছে, সেখানে পার্ক করা গাড়িগুলো কিভাবে একটার পর একটা পুড়ে যাচ্ছে। মুহুর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত সব মিলিয়ে মোট ৩০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার বিকালেই বিমানবাহিনীর এয়ার শো হবার কথা ছিল। তবে আগুনের জন্য সময়সীমা কিছুটা পিছিয়ে গিয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরই এয়ার শো হবে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়।
মতামত দিন