এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে ৬০ জনকে আটক করা হয়েছে
শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় অংশ নেয়া আত্মঘাতী ৯ জনের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা সবাই উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান ও উচ্চ শিক্ষিত। হামলাকারীদের একজন অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিং এ দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রোহান বিজেবর্ধনে এই কথা বলেন। তিনি হামলার কয়েক ঘন্টা আগেই আগাম সতর্কবাণী পাওয়ার কথাও স্বীকার করেছেন।
তবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে এ বিষয়ে অবহিত করা হয়নি। তিনি এটাকে বড় ধরণের গোয়েন্দা ব্যর্থতা বলে আখ্যায়িত করে বলেন, এটি খুবই দুঃখজনক। এবিষয়ে নিরাপত্তা বাহিনীতে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন রুহান।
তিনি জানান, এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯, এদের মধ্যে ৩৯ জন বিদেশী। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার সন্দেহে ৬০ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের কয়েকটি গির্জা ও বিলাসবহুল হোটেলসহ মোট ৮ টি স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এই ঘটনার দায় স্বীকার করেছে।
মতামত দিন