বিখ্যাত জাদুকর হ্যারি হুডিনির অনুকরণ করে জাদু দেখাতে গিয়েছিলেন চঞ্চল লাহিড়ী নামের ওই জাদুকর।
হাতে-পায়ে শিকল বাধা অবস্থায় নদীতে লাফ দিয়ে জাদু দেখাতে গিয়ে নিখোঁজ হয়েছেন ভারতের এক জাদুকর। বিখ্যাত জাদুকর হ্যারি হুডিনির অনুকরণ করে জাদু দেখাতে গিয়েছিলেন চঞ্চল লাহিড়ী নামের ওই জাদুকর।
গতকাল রোববার ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হাতে-পায়ে শিকল বাধা থাকলেও তিনি তা থেকে মুক্ত হয়ে নিরাপদে সাঁতার কেটে বেরিয়ে আসার কথা ছিল। কিন্তু নদীতে নামার পরে তাকে আর উঠতে দেখা যায়নি। এরপর তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়।
হাতে-পায়ে শিকল বাধা অবস্থায় নদীতে লাফ দিয়ে জাদু দেখাতে গিয়ে নিখোঁজ হয়েছেন ভারতের এক জাদুকর। ছবি : এএফপি
জানা গেছে, চঞ্চল লাহিড়ীর শরীরে আটকানো শিকলে অন্তত ছয়টি তালা ছিল। এ সময় অন্তত দুইটি নৌকা থেকে তার ওপর নজর রাখা হচ্ছিল। নদীর পাড়ে ও হাওড়া ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। রোববার বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে মৃতদেহ না পাওয়া পর্যন্ত চঞ্চলকে মৃত ঘোষণা করা যাবে না বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
তবে চঞ্চল পানির নীচের কোনো ঝুঁকিপূর্ণ জাদু দেখাতে যান তা কিন্তু এবারই প্রথম নয়। ২০ বছর আগে একটি কাঁচের বাক্সের ভেতর নিজেকে ঢুকিয়ে এই নদীর তলদেশে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তবে তখন তিনি নিরাপদে নিজেকে মুক্ত করে আনেন।
মতামত দিন