তিনি হৃত্বিককে এতটাই পছন্দ করতেন যে তার অভিনীত কোনো ছবি দেখাই বাদ রাখতেন না
বলিউডের তারকা হৃত্বিক রোশনকে পছন্দ করার অভিযোগে এক নারীকে হত্যা করেছেন তার স্বামী। পরে তিনিও আত্মহত্যা করেন।
স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিয়ইয়র্ক শহরের কুইন্সে এঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাত দিতে এনডিটিভি জানায়, হৃতিককে পছন্দ করায় স্ত্রী ডোনে ডোজয়ের (২৭) ওপর আগে থেকেই চটে ছিলেন দিনেশ্বর বুধীদাত (৩৩) নামের ওই ব্যক্তি। একপর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। পরে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নিজেও।
এবিষয়ে নিহত ওই নারীর এক সহকর্মী বলেন, "ও আমাকে বলেছিল যখনই সে বাড়িতে সিনেমা দেখতো বা গান শুনতো তার স্বামী সেটা বন্ধ করে দিতে বলতেন। কারণ, তিনি হৃত্বিকের প্রতি নিজের স্ত্রীর ভাললাগাকে হিংসা করেন।"
তিনি আরও বলেন, ডোনে ডোজয় হৃত্বিককে এতটাই পছন্দ করতেন যে তার অভিনীত কোনো ছবি দেখাই বাদ রাখতেন না।
জানা গেছে, হৃতিককে পছন্দ করা নিয়ে ঝগড়ার জেরে স্বামীর বাড়ি থেকে চলে গিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন ডোনে ডোজয়। তবে দিনেশ্বরের অনুরোধে আবার ফিরে যান তিনি।
পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় দ্বীনেশ্বর তার শ্যালিকাকে খুদেবার্তায় জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। এরপরই আত্মহত্যার পথ বেছে নেন তিনি।
জানা গেছে, এর আগেও স্ত্রীর ওপর অত্যাচার করার অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এমনকি আদালতের কাছে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে নিরাপত্তাও চেয়েছিলেন ডোনে ডোজয়।
মতামত দিন