ত্রিপোলির দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি বিস্কুট ফ্যাক্টরিতে এ বিমান হামলার ঘটনা ঘটে
লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে এক বিমান হামলায় বাংলাদেশি শ্রমিকসহ অন্তত ৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ শ্রমিক নিহত হয়েছেন।
দেশটির জরুরি সেবা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (১৮ নভেম্বর) ত্রিপোলির দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি বিস্কুট ফ্যাক্টরিতে এ বিমান হামলার ঘটনা ঘটে।
লিবিয়ার জরুরি নিরাপত্তা বিভাগের মুখপাত্র উসামা আলির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াদি রাবেয়া শহরে ওই বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছেন দুই লিবিয়ান এবং বিদেশি শ্রমিকরা। নিহত বিদেশি শ্রমিকরা বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
মতামত দিন