Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারত ‘কী’, ‘কোথায়’ জানেনই না মার্কিনিরা!

বর্তমান সময়ে এসে এমন প্রশ্ন একটু বেশিই বেমানান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৬ পিএম

দুইদিনের সফরে ভারতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ উপলক্ষে ভারত সম্পর্কে “অস্বাভাবিক হারে” অনলাইনে সার্চ করছেন মার্কিন নাগরিকরা। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র থেকে অপ্রত্যাশিত হারে খোঁজ করা হচ্ছে ভারত সম্পর্কে।

মজার বিষয় হলো, মার্কিন নাগরিকরা গুগলে খুঁজছেন- “ভারত কোথায়?” এমনকি অনেকে জানেন-ই না, “ভারত কী?”

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের “ট্রেন্ডস” সার্ভিসের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

ট্রেন্ডস সার্ভিসের গণনা অনুযায়ী, নিউজার্সি অঙ্গরাজ্য থেকে এধরনের কি-ওয়ার্ডের সংখ্যা বেশি।

বিষয়টি শুনতে অবাক করার মতো হলেও বহির্বিশ্ব সম্পর্কে মার্কিন নাগরিকদের জ্ঞানের পরিধি এমনই। কয়েকমাস আগে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার আগে অল্প সংখ্যক মার্কিন নাগরিকই ইরান সম্পর্কে জানতেন।

তবে বর্তমান সময়ে এসে “ভারত কী?” (what is India?) কি-ওয়ার্ডটি একটু বেশিই বেমানান।

   

About

Popular Links

x