শুক্রবার (১৩ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ট্রাম্প
চীনে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগের কারণে উদ্ভুত পরিস্থিতিতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৩ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ট্রাম্প। সিএনএন অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
এসময় করোনা ঠেকাতে ৫০ বিলিয়ন ডলার সাহায্য তহবিলও ঘোষণা করেন ট্রাম্প।
হোয়াইট হাউজের জরুরি অবস্থার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ফেডারেল সরকার তার সর্বশক্তি নিয়োগ করার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ হাজার ৭০১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৪০ জন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসটিকে মহামারি হিসেবে ঘোষণা দেয় বিশ্ব সংস্থা সংস্থা (ডব্লিউএইচও)।
মতামত দিন