দেশটির সরকারি নির্দেশনা অনুযায়ী আজানের সময় ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’ বলা হচ্ছে। যার অর্থ, ‘আপনি যেখানে আছেন সেখানে থেকেই নামাজ পড়ুন’
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে আজানের বাণী বদলে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটির মসজিদগুলোতে আজানের সময় একটি নতুন বাক্যকে যুক্ত করা হয়েছে। খালিজ টাইমস ও গালফ নিউজের বরাতে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।
সোমবার (১৬ মার্চ) রাতে সাময়িকভাবে আজানের বাণী বদলের এনির্দেশ দেয় দেশটির সরকার।
বিবিসি ওই প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে দেশটির সরকারের নির্দেশনা অনুযায়ী আজানের সময় “আল-সালাতু ফি বুয়ুতিকুম” বলা হচ্ছে, যার মানে বাড়িতে থেকে (অথবা আপনি যেখানে আছেন সেখানে থেকেই) নামাজ পড়ুন।
প্রসঙ্গত, ইসলাম ধর্মের রীতি অনুযায়ী আজানের সময় নামাজ পড়ার আহ্বান জানানো হয়। যার মধ্যে একটি বাক্য হচ্ছে “হাইয়া আলা আল-সালাহ”- যার অর্থ নামাজ পড়তে আসুন।
দুবাইয়ের ইসলামিক এফেয়ার্স এ্যান্ড চ্যারিটেবল এ্যাকটিভিজ ডিপার্টমেন্ট এক ইনস্টাগ্রাম পোস্টে জানায়, "সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত থাকবে এবং জনগণকে তাদের বাড়িতে থেকে নামাজ পড়তে বলা হবে এবং এই মহামারি মোকাবিলায় আমাদের সাহায্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে।” জাতীয় ও সামাজিক অঙ্গীকার অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার দেশটির ‘দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস’ জানায়, "মসজিদগুলো থেকে মুসল্লিদেরকে নামাজের সময়ের ব্যাপারে সচেতন করতেই শুধু আজান দেয়া হবে। মসজিদের দরজা বন্ধ থাকবে।"
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়াল্র্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ লাখ ৯৮ হাজার ৫৮৮ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬৭৬ জন বর্তমানে চিকিৎসাধীন এবং ৬ হাজার ৪১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমিরাতে এ পর্যন্ত ১০০ জন এ ভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
মতামত দিন