অন্য বন্ধুদের সাথে খেলার সময় জোরে কথা বলে ফেলেছিল শিশু ইশাল
পাকিস্তানের পেশোয়ারে খেলার সময় বাড়ির ভেতর জোরে শব্দ করায় ৭ বছরের ভাতিজীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
গত ২৪ এপ্রিল এই ঘটনা ঘটে বলে গালফ নিউজের একটি খবরে বলা হয়। এ ঘটনায় নিহত ওই শিশুর নাম ইশাল (৭)।
পুলিশ জানায়, ফজল হায়াত নামের ওই ব্যক্তি বাড়ির নিচের তলায় থাকেন। সোমবার বাড়ির সামনে অন্য শিশুদের সাথে খেলা করছিল ইশাল। খেলার সময় তারা উচ্চস্বরে কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন চাচা ফজল। প্রথমে তিনি শিশুদের ও চড়াও হয়ে ধমক দিতে থাকেন। এক পর্যায়ে বন্দুক বের করে শিশুদের দিকে গুলি ছোড়েন তিনি।
ইশালের বাবা জানান, গুলিতে আহত হয় তার মেয়ে ইশাল। দ্রুত হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার মেয়ের।
এই ঘটনায় ইশালের বাবা পেশোয়ারের থাকাল থানায় ফজল হায়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, তাকে ধরতে অভিযান চলছে।
মতামত দিন