এ পর্যন্ত রাশিয়ায় ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে
রাশিয়ায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যেই দেশটির অধিকাংশ কর্মীর জন্যে ঘরে থাকার নির্দেশ চলতি সপ্তাহেই শেষ হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় সোমবার (১১ মে) করোনাভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন জানান, অর্থনীতির সব খাতে ১২ মে থেকে ঘরে থাকার নির্দেশনা তুলে নেওয়া হচ্ছে।
এ পর্যন্ত রাশিয়ায় ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। সংক্রমণের দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান এখন চতুর্থ। সবার উপরে যুক্তরাষ্ট্রের অবস্থান। এরপরই রয়েছে স্পেন ও ব্রিটেন।
এর আগে গত মার্চের শেষে করোনাভাইরাস মোকাবিলায় ঘরে থাকার নির্দেশ জারি করে রাশিয়া। সে সময় জানানো হয়, ভাইরাস নিয়ন্ত্রণ চেষ্টায় সহায়তার জন্যে সবাই ঘরে বসেই বেতন পাবে।
এদিকে রাশিয়ার প্রতিবেশী দেশ ইউক্রেন ও জর্জিয়া সোমবার থেকে তাদের লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করছে। কাজাখস্তানও তাদের জরুরি অবস্থা প্রত্যাহার করেছে।
মতামত দিন