অবশ্য স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা মেনেই খুলতে হচ্ছে রেস্তোরাঁ ও বার। খেতে বসলে অনেক টেবিলে দেখা যাবে ‘দয়া করে সব জীবাণুমুক্ত করুন’ লেখা বিজ্ঞপ্তি
কোভিড-১৯-এর সংক্রমণ রোধ করার জন্য কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর জার্মানিতে বার আর রেস্তোরাঁগুলো আবার খুলতে শুরু করেছে। সেখানে শুরু হয়েছে আগের মতই খানা-পিনা। তবে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে সবাইকে। এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে।
জার্মানির বার্লিন, ব্রান্ডেনবুর্গ হেসে, স্যাক্সনি, থুরিঙিয়ারে বার রেস্তোরাঁগুলো খোলার অনুমতি মিলেছে। ১৫ মে থেকে সেখানকার রোস্তোরাঁ ও বারগুলোতে আগের মতই যেতে পারবেন স্থানীয় মানুষ।
এছাড়া মেকলেনবুর্গ, ওয়েস্টার্ন-পমারানিয়া, নর্থ রাইন-ওয়েস্টফালিয়া, লোয়ার স্যাক্সনি, হামবুর্গ ও রাইনল্যান্ড পালাটিনাটের রেস্তোরাঁ আর বারগুলো অবশ্য আরও আগে খুলে গিয়েছে।
অবশ্য স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা মেনেই খুলতে হচ্ছে রেস্তোরাঁ ও বার। খেতে বসলে অনেক টেবিলে দেখা যাবে “দয়া করে সব জীবাণুমুক্ত করুন” লেখা বিজ্ঞপ্তি। অর্থাৎ, খাওয়া শুরুর আগে হাত খুব ভালো করে ধুয়ে নেওয়া একান্ত কর্তব্য।
এদিকে বার্লিনের রেস্তোরাঁর বাইরের স্থানটি কেবল খোলার অনুমতি দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে অনেক রেস্তোরাঁ কর্তৃপক্ষকে শুধু খোলা আকাশের নীচে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ওই রাজ্যের সরকার।
মতামত দিন