আসামের বাকসা জেলার ২৬টি রাজস্ব গ্রামের প্রায় ৬ হাজার কৃষক তাদের ধানের জমিতে সেচ দেওয়ার জন্য ভুটানের কৃত্রিম নালার পানি ব্যবহার করে
ভারতের আসাম রাজ্যের কৃষকদের সেচের পানি আটকানো হয়নি বলে জানিয়েছে প্রতিবেশী দেশ ভুটান। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর জন্য এমন খবর ছড়ানো হয়েছে বলে দাবি করেছে দেশটি।
শুক্রবার (২৬ জুন) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে বলা হয়, ২৪ জুন ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, আসামের কৃষকদের সেচের পানি ভুটান বন্ধ করেছে। এটা ভয়াবহ অভিযোগ। এ ধরনের খবর ভিত্তিহীন এবং ভুটানের পানি বন্ধ করার মতো কোনো কারণ নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুটান ও আসামের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ফাটল ধরাতে এই চেষ্টা চালানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে আসামের মুখ্যসচিব কুমির সঞ্জয় টুইটারে বলেন, "এই প্রতিবেদন অসত্য। প্রাকৃতিক কারণে পানি বন্ধ করা হয়েছে।"
সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়, আসামের বাকসা জেলার ২৬টি রাজস্ব গ্রামের প্রায় ৬ হাজার কৃষক তাদের ধানের জমিতে সেচ দেওয়ার জন্য এতদিন ভুটানের কৃত্রিম নালার পানি ব্যবহার করে আসছিলেন। তবে কয়েকদিন আগে কোনো কারণ না জানিয়েই ভুটান এই পানি বন্ধ করে দেয়। এতে আসামে ভুটানের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে বলে উল্লেখ করা হয় খবরগুলোতে।
মতামত দিন