কোভিড-১৯ এর বিরুদ্ধে শিশুরা ‘অনেকটাই নিরাপদ’ বলে একটি ভিডিও প্রচার করায় এ সিদ্ধান্ত নেয় ফেসবুক
করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাচনী প্রচার শিবিরের পক্ষ থেকে করা একটি পোস্ট সরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
বুধবার (৫ আগস্ট) ফেসবুকের এক মুখপাত্র জানান, “ভিডিওতে ভুল তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে-একটি দল কোভিড-১৯ থেকে অনেকটাই সুরক্ষিত ।” ফেসবুকে ভুল তথ্য দেওয়ার ব্যাপারে আমাদের যে নীতিমালা রয়েছে তার লঙ্ঘন বলেও দাবি করেন তিনি।
এরআগে বুধবার সকালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের সংবাদ প্রকাশ করেন ট্রাম্প। যেখানে কোভিড-১৯ এর বিরুদ্ধে শিশুরা “অনেকটাই নিরাপদ” বলে দাবি করেছিলেন ট্রাম্প।
কয়েক ঘণ্টা পর, একই ভিডিও থাকা একটি পোস্ট না সরানোয় ট্রাম্পের অ্যাকাউন্টের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে টুইটারও।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, কোভিড-১৯ নিয়ে ভুল তথ্য প্রচার বিষয়টি টুইটারের নীতিমালার লঙ্ঘন। যতক্ষণ পর্যন্ত ওই পোস্টটি সরানো না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটি কার্যক্রম স্থগিত রাখা হবে বলেও জানায় তারা।
প্রসঙ্গত, বেশ কয়েকটি গবেষণায় বলা হয়েছে, শিশুদের প্রাপ্তবয়স্কদের চেয়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম এবং তাদের মধ্যে কেবলমাত্র হালকা লক্ষণ থাকার সম্ভাবনা বেশি। তবে এ বিষয়টি এখনও প্রমাণিত নয়।
মতামত দিন