যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ফ্লাইট চালু করছে ইসরায়েল। সোমবার (৩১ আগস্ট) দেশটির রাজধানী আবু ধাবির উদ্দেশে ছেড়ে যাবে ইসরায়েলের একটি ফ্লাইট।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের সমঝোতায় ইসরায়েল আমিরাতের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে দুইদেশের পর্যটন, সরাসরি বিমান চলাচল, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ইত্যাদি জোরদারের ঘোষণা দেওয়া হয়। এরই রেশ ধরে এ সেবা চালু করতে যাচ্ছে দুইদেশ। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি আমিরাত।
ইসরায়েল বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার আরব আমিরাতে বাণিজ্যিক ফ্লাইটের জন্য সূচি নির্ধারণ করেছে তারা। সোমবার পরিচালিত হতে যাওয়া ফ্লাইটটির নম্বর হতে পারে এলওয়াই৯৭১। পরদিন মঙ্গলবার আমিরাত থেকে ফিরতি ফ্লাইটটির নম্বর হতে পারে এলওয়াই ৯৭২।
মতামত দিন