মাত্র পাঁচ দিনে পুরো শহরের ৯০ লাখ বাসিন্দাকে করোনাভাইরাসের পরীক্ষা করা হবে
নতুন করে ৯ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংদাওয়ের ৯০ লাখ বাসিন্দার সবাইকে চলতি সপ্তাহে স্বাস্থ্য কর্তৃপক্ষ পরীক্ষা করবে বলে সোমবার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, চীনের মধ্যে ভাইরাসের সংক্রমণ না থাকা নিয়ে দুই মাস ধরে যে তথ্য দেওয়া হচ্ছিল তাতে বিঘ্ন ঘটাল নতুন এ ঘোষণা।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ভ্রমণ ও ব্যবসা সংক্রান্ত বেশির ভাগ বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে এখনও সংক্রমণের লক্ষণ শনাক্তের জন্য ভ্রমণকারী ও পাবলিক ভবনে যাতায়াতকারীদের পর্যবেক্ষণ করা হচ্ছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, কিংদাও’র পৌর বক্ষ হাসপাতালের আট রোগী এবং এক স্বজনের সংক্রমণের উৎস সন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।
“পুরো শহরকে পাঁচ দিনের মধ্যে পরীক্ষা করা হবে,” সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় জাতীয় স্বাস্থ্য কমিশন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এ মহামারি শুরু হয়। সেখানে ৪,৬৩৪ জনের মৃত্যু এবং ৮৫,৫৭৮ ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
চীনের ভেতরে সর্বশেষ গত ১৫ আগস্ট উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং অঞ্চলের উরোমকাই শহরে চার রোগী শনাক্ত হয়। তারপরে যত রোগী শনাক্ত হয়েছেন তারা সবাই ছিলেন মূল ভূখণ্ডের বাইরে থেকে আসা।
বিদেশ থেকে চীনে যাওয়া ব্যক্তিদের এখনও বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
মতামত দিন