সোমবার হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি এই তথ্য নিশ্চিত করেন
আক্রান্ত হওয়ার ১২ দিন পর করোনাভাইরাস মুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ অক্টোবর) হয়াইট হাউসের চিকিৎসক শন কনলি এই তথ্য নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা এপি’র একটি খবরে বলা হয়।
শন কনলি বলেন, “টানা দ্বিতীয়বারের মতো করোনাভাইরাস পরীক্ষায় মাঋকন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলাফল নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। এখন তার মাধ্যমে অন্য কারও সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।”
এর আগে ২ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
এরপর কোভিড-১৯ আক্রান্ত অবস্থাতেই গত ৫ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয়ভাবে সামরিক হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন। এ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এসবের পরিপ্রেক্ষিতে গত রবিবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তিনি “করোনাভাইরাস প্রতিরোধী”।
এদিকে মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ লাখ ২০ হাজার ১১জন।
মতামত দিন