নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা, ফ্লোরিডা অঙ্গরাজ্য যে কোনো প্রার্থীর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই এই অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বিশ্বব্যাপী টানটান উত্তেজনা বিরাজ করছে। হাতি ও গাধার কঠিন লড়াই শেষে হোয়াইট হাউজের দখল কে নিতে যাচ্ছেন সেটি জানান জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের জনগণসহ সমগ্র পৃথিবী।
এরই মধ্যে নির্বাচনের কিছু এলাকার ফলাফল প্রকাশিত হতে শুরু করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২০৫টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন। অপরদিতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত ১৩৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এতে দেখা যাচ্ছে, জয়ের পথে মাত্র ৬৫ ইলেক্টোরাল ভোট পেছনে রয়েছেন বাইডেন।
মিসৌরি, কানসাস, নেব্রাস্কা, লুইজিয়ানা, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, ইন্ডিয়ানা ও আরকানসাসে জিতেছেন ট্রাম্প। এছাড়া ঝুলন্ত ওহাইও অঙ্গরাজ্যে জয় পেয়েছেন এই রিপাবলিকান প্রার্থী।
অপরদিকে কলোরাডো, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় নিউ মেক্সিকো, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস ও নিউ জার্সিতে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীকে ২৭০ ইলেক্টোরাল ভোট পেতে হবে। নির্বাচন পর্যবেক্ষকদের ধারণা, ফ্লোরিডা অঙ্গরাজ্য যে কোনো প্রার্থীর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যেই এই অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প।
মতামত দিন