২০১৬ সালের নির্বাচনেও এই মুসলিম নারী জয়লাভ করেছিলেন
মার্কিন প্রতিনিধি পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম নারী রাশিদা তালিব। মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জয়ী হন ডেমেক্র্যাট প্রার্থী রাশিদা তালিব।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়ে মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে দ্বিতীয় মেয়াদে জয় পান রাশিদা তালিব।
৪৪ বছর বয়সী তালিব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমালোচক। তিনি ট্রাম্পকে অভিশংসনের হুমকিও দিয়েছিলেন। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও মানবাধিকারের ইস্যুগুলোতে ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করার জন্য তিনি ট্রাম্প সমর্থকদের আক্রমণেরও শিকার হন। এমনকি তার অবস্থানের কারণে নিজ দলের সমালোচনার শিকারও হয়েছেন রাশিদা তালিব।
আরও পড়ুন - দ্বিতীয় মেয়াদেও জয় পেলেন হিজাবধারী ইলহান ওমর
২০১৬ সালে রাশিদা তালিব ছাড়াও আরও তিন প্রগতিশীল ডেমোক্র্যাটিক নারী প্রার্থী নির্বাচিত হয়েছিলেন যাদেরকে একসঙ্গে “দ্য স্কোয়াড” হিসেবে পরিচিত।
এদিকে, কংগ্রেসের প্রথম হিজাবধারী অপর মুসলিম নারী ইলহান ওমরও জয়লাভ করেছেন। ডেমোক্র্যাটিক প্রার্থী ইলহান ওমর তার নির্বাচনী এলাকা মিনেসোটায় রিপাবলিকান প্রার্থী লেসি জনসনকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন।
২০১৬ সালের নির্বাচনেও এই দুই মুসলিম নারী জয়লাভ করেছিলেন।
মতামত দিন