আবুল খান বাংলাদেশের পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন
মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রিপাবলিকান প্রার্থী আবুল খান। এ নিয়ে চারবার তিনি এ পদে নির্বাচিত হলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোটে আবুল খান পেয়েছেন ৩ হাজার ৪৪৪ ভোট। অপর দিকে তার বিরোধী দলীয় প্রার্থী ডেমোক্র্যাটিক দলের প্যাটরিসিয়া ও’কেফি পেয়েছেন ২ হাজার ৪৪৮ ভোট।
জয়ের বিষয়ে আবুল খান বলেন, “আমার খুবই ভালো লাগছে। এটা আমার ডিস্ট্রিক্ট এবং আমি এখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে গত ছয় বছর কাজ করছি। যারা আমাকে সমর্থন দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের জন্য আমি আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”
আবুল খান বাংলাদেশের পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার দুই সন্তান রয়েছে। ১৯৮১ সালে আবুল খান যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন।
চলতি মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী অংশ নিয়েছেন।
মতামত দিন