বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ
ইসলামের বিরুদ্ধে নয়, ইসলামি উগ্রবাদের বিরুদ্ধে লড়ছে ফ্রান্স। বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
গত ৩ নভেম্বর ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে জানিয়ে সম্পাদক বরাবর এক চিঠিতে একথা বলেন তিনি।
তিনি জানান, তার বিরুদ্ধে মুসলিমদের প্রতি ভীতিকর পরিবেশ তৈরি করতে তার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”মুসলিমদের বিরুদ্ধে ফ্রান্স ও ফ্রান্স সরকারের কাউকেই বর্ণবাদমূলক আচরণ করতে বলবেন না বলেও চিঠিটিতে জানান তিনি।
আরও পড়ুন - ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় আগুন দিতে গিয়ে যুবক অগ্নিদগ্ধ
এদিকে, সম্পাদক বরাবর ম্যাক্রোঁর এ চিঠিটি প্রকাশের পর প্রতিবেদনটি সরিয়ে নেয় ফিন্যান্সিয়াল টাইমস।
তিনি বলেন, “সম্প্রতি বেশকিছু এলাকা ও ইন্টারনেটে, ইসলামের পরিবর্তিত গ্রুপগুলো আমাদের সন্তানদের ঘৃণা করতে শেখানো হচ্ছে। যাদের ঘৃণা ও বিদ্বেষের কারণে হুমকির মধ্যে রয়েছে শিশুরা, তাদের বিরুদ্ধে রয়েছে ফ্রান্স, ইসলামের বিরুদ্ধে নয়।”
মতামত দিন