শেষ পাঁচ রাজ্যে ভোট গণনায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দূরত্ব যখন কমছে, ঠিক তখনই ভোট গণনা বন্ধের আহ্বান জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ পাঁচ রাজ্যে ভোট গণনায় প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দূরত্ব যখন কমছে, ঠিক তখনই ভোট গণনা বন্ধ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে তিনি লেখেন, “গণনা বন্ধ করুন।”
তবে তিনি ঠিক কোন রাজ্যের ভোট গণনা বন্ধ করতে বলেন সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি।
এর আগে, গত বুধবার (৪ নভেম্বর) ট্রাম্প তার ভাষণে এই নির্বাচনকে “মার্কিন জনগণের সাথে এক জালিয়াতি” বলে বর্ণনা করেন এবং “সব ভোট বন্ধ” করার ডাক দেন।
যদিও পরিকল্পিত জালিয়াতির কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
এদিকে, ভোট গণনা বন্ধ করার চেষ্টায় ট্রাম্পের প্রচারণা শিবিরের পক্ষ থেকে বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয়েছে।
তারা উইসকনসিনেও পুনঃগণনার দাবি করছে। নেভাডার রিপাবলিকান পার্টি বলছে যে ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা করতে যাচ্ছে।
এই রাজ্যের রিপাবলিকানদের দাবি, প্রায় ১০,০০০ লোকের ভোট পড়েছে যারা ঐ অঙ্গরাজ্যের বাসিন্দাই না।
মতামত দিন