ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে এ ঘটনা ঘটে
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও বিয়েবাড়ি গিয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েতের এক নারী সদস্য। তা জানতে পেরেই বিক্ষুব্ধ গ্রামবাসীদের নিয়ে সেখানে হাজির হন বিজেপি নেতা গোকুলচন্দ্র জানা (৬২)।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েবাড়িতে হাজির হয়ে করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে কথা বলতে শুরু করলে বাক-বিতণ্ডা তৈরি হয় এক সুভাস জানা নামে এক যুবকের সঙ্গে। একপর্যায়ে তাকে চড় মারেন সুভাষ জানা নামের ওই যুবক। তাতেই মৃত্যু হয় ওই নেতার। সুভাষ গোকুলের দূর সম্পর্কের ভাইপো। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভুপতিনগর থানার পুলিশ। রাতেই মৃতের পরিবারের তরফে এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার মূল অভিযুক্ত সুভাষ জানা এবং শঙ্কর জানাকে গ্রেফতার করেছে পুলিশ।
মতামত দিন