কলকাতায় কালীপূজার উদ্বোধন করায় হত্যার হুমকি দেওয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে
কলকাতায় কালীপূজা মণ্ডপ পরিদর্শনের ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানের ক্ষমা চাওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
বুধবার (১৮ নভেম্বর) পূজামণ্ডপ পরিদর্শন করায় ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন সাকিব, নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিউজটি শেয়ার করেন তিনি। এসময় ওই টুইটটিতে অভিনেত্রী বলেন , “মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনি-ই কেউ এতটা ঘাবড়ে যায় না! আমি তো সারাজীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি তোমাদের হিন্দু অতীত মন্দিরের প্রতি আকর্ষিত করছে তোমাদেরকে? প্রশ্ন করো নিজেকে?”
এর পাশাপাশি কঙ্গনা আরও বলেছেন, “ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমকেও রুদ্ধ করে দেয়। কোনও ডিজিটাল মাধ্যমের কণ্ঠরোধ করা ভার্চুয়াল দুনিয়া হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন বলবৎ করা দরকার।”
কলকাতায় কালীপূজার উদ্বোধন করায় হত্যার হুমকি দেওয়া হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ফেসবুক লাইভে এসে খ্যাতনামা এ ক্রিকেটারকে কুপিয়ে খুন করার হুমকি দেয় সিলেটের এক যুবক।
মতামত দিন