বাইডেন জানান, ট্রাম্পের নীতির সঙ্গে তার নীতির কোনো মিল থাকবে না। বিশ্বের দরবারে যুক্তরাষ্ট্র আবার আগের অবস্থানে ফিরবে
ক্ষমতায় এসেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির ব্যাপক পরিবর্তন ঘটাতে পারেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন (জিএসএ) চিঠি দিয়ে বাইডেনকে জানিয়েছিল ক্ষমতা হস্তান্তর দ্রুত শুরু হবে।
আর মঙ্গলবারই নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির নাম জানিয়ে দিলেন জো বাইডেন। যে নামগুলি সামনে এসেছে, তার মধ্যে বেশ কিছু চমক আছে। পাশাপাশি বাইডেন এদিন জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর-- পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে তার প্রশাসন।
বাইডেন জানান, ট্রাম্পের নীতির সঙ্গে তার নীতির কোনো মিল থাকবে না। বিশ্বের দরবারে যুক্তরাষ্ট্র আবার আগের অবস্থানে ফিরবে।
বাইডেনের মতে, ট্রাম্পের নীতি ছিল অ্যামেরিকা ফার্স্ট। অর্থাৎ, আগে আমেরিকার কথা ভাবো, তারপর বিশ্বের। কিন্তু যুক্তরাষ্ট্রের দীর্ঘ ইতিহাস তেমন নয়। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধানরা বরাবরই বিশ্বের নেতা হয়ে উঠেছেন। বাইডেনও সে পথেই হাঁটতে চান। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নতুন করে তৈরির প্রসঙ্গেও আলোচনা করেছেন বাইডেন।
জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে বাইডেন প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্স মন্ত্রকের ডিরেক্টর হতে পারেন আভরিল হেইনস। এই প্রথম ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্ব পেতে পারেন কোনো নারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পাবেন আলেজান্দ্রো মেয়োরকাস। আলেজান্দ্রো দায়িত্ব গ্রহণ করলে তিনি হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম ল্যাটিনো প্রধান।
মতামত দিন