তারা অপর পাঁচ প্রবাসী বাংলাদেশিকে বন্দি করে রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে
বাংলাদেশিদের আটকে রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে পাঁচ বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব পুলিশ। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানী রিয়াদ থেকে তাদের গ্রেফতার করা হয়।
সৌদি আরবে অবস্থানরত কয়েকজন প্রবাসী জানান, গ্রেফতার বাংলাদেশিদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা অপর পাঁচ প্রবাসী বাংলাদেশিকে বন্দি করে রেখে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছে, এই ধরনের আরও ছয়টি অপরাধ তারা সংঘটিত করেছে। সেখান থেকে তারা ২৫ হাজার ৫০০ সৌদি রিয়াল মুক্তিপণ আদায় করে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রিয়াদ পুলিশ জানিয়েছে।
মতামত দিন