নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং তার স্বামী আগামী সপ্তাহে ভ্যাকসিনটির প্রথম ডোজ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে
ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন। তার এই টিকা গ্রহণের দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এটি নিরাপদ তা বোঝাতেই তিনি টিভিতে এসে ভ্যাকসিন নিয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, এর আগে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি টিকা গ্রহণ করেন। গত সপ্তাহে মডার্নার টিকার অনুমোদন দেয়ার পর রবিবার (২০ ডিসেম্বর) থেকে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে এটি দেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত পাঁচ লাখ আমেরিকান টিকা গ্রহণ করেছেন।
বাইডেন বলেন, "আমি এটা করছি যাতে ভ্যাকসিন নাগালে আসা মাত্র মানুষ এটি গ্রহণের জন্য প্রস্তুতি নিতে পারে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।"
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং তার স্বামী আগামী সপ্তাহে ভ্যাকসিনটির প্রথম ডোজ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৩ই ডিসেম্বর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন, তিনি নিজে এখনও টিকা নেয়ার সময় নির্ধারণ করেননি। তবে যথাসময়ে তা করার দিকে তাকিয়ে আছেন।
মতামত দিন