করোনাভাইরাসের রূপান্তরিত ধরনগুলোর মধ্যে নতুন ধরনটি মানব কোষে প্রবেশের ক্ষেত্রে নতুন পথ বেছে নিয়েছে
যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের রুপান্তরিত নতুন “ধরন”। নতুন এই ধরনটি বয়স্কদের মতো শিশুদের মতো একই মাত্রায় সংক্রমক বলে সোমবার (২১ ডিসেম্বর) জানিয়েছেন বিজ্ঞানিরা।
সাংবাদিকদের কাছে এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের সরকারি বিজ্ঞানীরা বলেন, নতুন ধরনটি দক্ষিণ ব্রিটেনে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং শিগগিরই সারাদেশে ছড়িয়ে পড়বে।
যুক্তরাজ্যের নিউ অ্যান্ড ইমার্জিং রেসপিরাটরি ভাইরাস থ্রেটস অ্যাডভাইসরি গ্রুপের (নার্ভট্যাগ) পক্ষ থেকে নিল ফার্গুসন জানান, “ভাইরাসটি বৃহৎ আকারে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে সংকেত দিচ্ছে। এটি কীভাবে কাজ করতে তা নিয়ে আরও তথ্য সংগ্রহ করতে হবে।”
সার্স-কোভ-২’এর রুপান্তরিত রূপ আগের ভাইরাসটি থেকে যুক্তরাজ্যে ৭০ শতাংশ বেশি সংক্রমক। এ কারণে অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করেছে।
নার্ভট্যাগের অধ্যাপক উইন্ডি বার্কলে জানান, করোনাভাইরাসের রূপান্তরিত ধরনগুলোর মধ্যে নতুন ধরনটি মানব কোষে প্রবেশের ক্ষেত্রে নতুন পথ বেছে নিয়েছে। বয়স্ক ও শিশুরা সমানভাবে এই ভাইরাসটির জন্য সমানভাবে ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, ভাইরাসটির নতুন প্যাটার্ন অনুযায়ী এটি আরও বেশি পরিমাণে শিশুদের আক্রান্ত করবে।
মতামত দিন