ইতালির জেনোয়া শহরের কাছে গাড়ি চলাচলের একটি সেতু ধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, নিহতে সংখ্যা আরও বেশি হবে বলে আশংকা করা হচ্ছে।
ইতালির পরিবহনমন্ত্রী ড্যানিলো টনিনেল্লি বলেছেন, “বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে।”
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটার দিকে (০৯০৩ জিএমটি) সেতুটি ধসে পড়ে। ওই সময় ভারি বৃষ্টি হচ্ছিল।
ঘটনার সময় সেতুটির উপর যানবাহনের লম্বা সারি ছিল বলে স্থানীয় একটি টেলিভিশনকে জানান এক প্রত্যক্ষদর্শী।
ধ্বংসস্তুপের নিচে অনেকে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুটি নিচের একটি রেললাইনের উপর ধসে পড়েছে।
ঘটনাস্থলের ছবিতে সেতুর মাঝামাঝি জায়গায় মাটিতে বিপুল ধ্বংসস্তুপ দেখা গেছে। একটি ছবিতে সেতুর একটি অংশে একটি ট্রাক ঝুলে থাকতে দেখা গেছে।
জরুরি উদ্ধার কাজ চলছে। স্থানীয় এম্বুলেন্সের এক কর্মকর্তা রয়টার্সকে এ পর্যন্ত ২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে মৃতের সংখ্যা অনেক বেশি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
ইতালির এ সেতুটি নিমার্ণ করা হয়েছিল ১৯৬০ এর দশকে।