ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সেই নজিরবিহীন হামলার খণ্ডচিত্র উঠে এসেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের ছবিতে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) মার্কিন আইনপ্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতশত সমর্থক যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটলে ঢুকে পড়ে। কয়েকঘণ্টা ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরেধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।
পুলিশ জানিয়েছে, ক্যাপিটল ভবনে সহিংসতায় এপর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছে। এর আগে পুলিশের গুলিতে একনারী নিহত হয়, পরে “মেডিকেল ইমার্জেন্সি” পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরো তিনজনের মৃত্য হয়। পাশাপাশি, এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪৭ জন কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সেই নজিরবিহীন হামলার খণ্ডচিত্র উঠে এসেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের ছবিতে-
মতামত দিন