সোশ্যাল মিডিয়ায় এ ঘটনাকে 'চমৎকার দৃশ্য' বলে অভিহিত করা হয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসে মেতে উঠেছে চীনা নাগরিকেরা। এ ঘটনাকে হংকংয়ের সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে তুলনা করে বিশ্বনেতাদের দ্বিমুখী নীতির সমালোচনা করেছে দেশটির নাগরিকেরা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এর আগে, ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের দৃশ্যকে “চমৎকার দৃশ্য” বলে অভিহিত করেছিলেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি।
তার এ মন্তব্যের সমালোচনা করে বৃহস্পতিবার সকালে (৭ জানুয়ারি) তাকে উদ্দেশ্য করে দেওয়া এক টুইটবার্তায় চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে বলা হয়, “ক্যাপিটল হিলে হামলার বিষয়ে তিনি কী বলেন সেটাই এখন দেখার বিষয়।”
একই সাথে এই ঘটনাকে “চমৎকার দৃশ্য” বলে অভিহিত করেছে চীনের কমিউনিস্ট ইয়ুথ লীগ।
উল্লেখ্য, ২০১৯ সালের জুনে বেইজিংয়ের প্রস্তাবিত অপরাধী প্রত্যার্পণ বিল বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠে হংকং। আন্দোলনের এক পর্যায়ে হংকংয়ের আইন পরিষদ দখল করে নেয় আন্দোলনকারীরা। আন্দোলনে অংশগ্রহণকারীদের “বিচ্ছিন্নতাবাদী” আখ্যা দিয়ে আন্দোলন দমনে গ্রেফতার, লাঠিচার্জসহ কঠোর পন্থা অবলম্বন করে চীন সরকার।
মতামত দিন